বরিশাল নিউজ ডেস্ক।। ইসরাইলি সেনার গুলিতে গুরুতর আহত এক ফিলিস্থিনি তরুণের মৃত্যু হয়েছে। জামাল মোসলেহ নামে ২০ বছরের এই ছেলেটি গাজার আল-বুরেইজ উদ্বাস্তু শিবিরের বাসিন্দা বলে জানা গেছে।
৬ ডিসেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জেরুজালেম নিয়ে বিতর্কিত ঘোষণার পর থেকে লাগাতার সংঘর্ষে এই নিয়ে ১৩ জন ফিলিস্থিনির মৃত্যু হল। গতকাল ‘ক্রোধ দিবস’ এর ডাক দিয়েছিল হামাস ও ইসলামিক জিহাদ গোষ্ঠী। ইসরাইল-গাজা সীমান্তে মারমুখী বিক্ষোভকারীদের থামাতে গুলি চালায় ইসরাইলি সেনারা। আহত হন ৫০ জনেরও বেশি ফিলিস্থিনি। তাদের মধ্যে ছিলেন জামালও। আল জাজিরা।