November 22, 2022

ইনক্রেডিবল হিস্টরি!

বিশ্বকাপ ফুটবলে সৌদি আরবের কাছে ২-১ গোলে আর্জেন্টিনার পরাজয়ের পর ধারাভাষ্যকর “ইনক্রেডিবল হিস্টরিবলেই সৌদি আরবের জয়ের ব্যাখ্যা করেন।

আর্জেন্টিনা ও লিওনেল মেসি কাতার বিশ্বকাপে সৌদি আরবের কাছে হারবে একথা কে ভেবেছিল? বরং ইংল্যান্ডের কাছে ইরানের মতো কত গোলের ব্যবধানে আর্জেন্টিনার কাছে সৌদি আরব হারতে পারে সেই সহজ হিসেব করেছেন সবাই।

কাতারের আইকনিক লুসাইল স্টেডিয়ামে খেলা শুরুর মিনিট দশেকের মধ্যেই পেনাল্টি থেকে গোল করে এগিয়ে গিয়ে সমর্থকদের উচ্ছ্বাসের আবহ দিলেন দুনিয়া কাঁপানো আর্জেন্টাইন অধিনায়ক মেসি।

এরপর আর্জেন্টিনা করে আরও ৩টি গোল করে। কিন্তু কী দুর্ভাগ্য তাদের। ২২ মিনিটে লিওনেল মেসি আর ২৮ ও ৩৫ মিনিটে লাউতারো মার্টিনেজের করা গোল দুটি অফসাইডের কারণে বাতিল হয়। 

প্রথমার্ধে এমন ঝলক দেখানো দলটি দ্বিতীয়ার্ধে খেলতে নেমে মাত্র ৫ মিনিটেই যেন খেই হারিয়ে ফেলে। আর সেই ৫ মিনিটের ব্যবধানে ২ গোল করে সৌদি আরবকে ২-১ গোলে এগিয়ে নেন সালেহ আলসেহরি ও সেলিম আল দাওসারি।

৪৮ ও ৫২ মিনিটে তাদের সেই গোলে পিছিয়ে পড়া আর্জেন্টিনা মরণপণ চেষ্টা করেও আর গোল দিতে পারেনি। তাদের সামনে যেন চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়ে যান সৌদি গোলরক্ষক মোহাম্মদ আল ওয়াইস। 

মরুর বুকে কাতারের মাটিতে প্রথম বিশ্বকাপে আর্জেন্টিনা এসেছিলো শিরোপার সবচেয়ে বড় দাবিদার হয়ে। আজ গ্রুপ-সি’তে নিজদেরে প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষেও পরিষ্কার ফেভারিট হিসেবেই মাঠে নেমেছিলো আলবিসেলেস্তারা।

বরিশালনিউজ/ ডেস্ক নিউজ