রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সকাল সাড়ে ১০ টায় আওয়ামী লীগের ২২তম ত্রিবার্ষিক জাতীয় সম্মেলনের প্রথম পর্ব শুরু হয়েছে। দলীয় প্রধান শেখ হাসিনা জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন।
এরপর দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলীয় পতাকা উত্তোলন করেন। পাশাপাশি সব সাংগঠনিক জেলার সভাপতি জাতীয় পতাকা এবং সাধারণ সম্পাদক দলীয় পতাকা উত্তোলন করেন। উদ্বোধনকালে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়ানো হয়। এর পরপরই সম্মেলনের থিম সং পরিবেশন করা হয়।
বিকেল ৩টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টটিউশনে শুরু হবে দ্বিতীয় পর্ব। সেখানে দলের নতুন নেতৃত্ব নির্বাচন করা হবে।
বরিশাল নিউজ/ ডেস্ক নিউজ