বরিশাল নিউজ।। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, বাংলাদেশ এখন আর পর নির্ভরশীল নয়। আগামী ২০২৫ সালের মধ্যে বাংলাদেশ বিশ্বের অন্যতম ৩৫ তম অর্থনৈতিক সমৃদ্ধশীল দেশে পরিনত হবে।
রবিবার সকালে বরিশালের বাবুগঞ্জস্থ খানপুর রাশেদ খান মেনন মডেল স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত জেলা ওয়ার্কাস পার্টির কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন , খালেদা জিয়ার শাসন আমলে তার পুত্র তারেক রহমান অবৈধভাবে উপার্জিত ২১২ কোটি বিদেশে পাচার করেছে। তাই দুর্নীতির বিরুদ্ধে কথা বললে এখন আইনি নোটিশের রেওয়াজ চালু হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন জেলা ওয়ার্কাস পাটির সাধারণ সম্পাদক অধ্যাপক নজরুল হক নিলু। বরিশাল -৩ আসনের সংসদ সদস্য শেখ মোঃ টিপু সুলতান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক সমিতির নেতা বজলুর রহমান মাষ্টার, জেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ বাড়ৈ, কেন্দ্রীয় নেতা আঃ খালেক, উপজেলা ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক টিএম শাহজাহান তালুকদার, জেলা ওয়ার্কার্স পার্টির নেতা জাকির হোসেন, জেলা যুব মৈত্রীর সভাপতি ফারাহীন বালী,রহমতপুর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব সরোয়ার মাহামুদ, দেহেরগতি ইউপি চেয়ারম্যান মোঃ মশিউর রহমান, চাঁদপাশা ইউপি চেয়ারম্যান মোঃ আনিসুর রহমান সবুজ, কৃষক সমিতির উপজেলা সভাপতি অধ্যাপক গোলাম হোসেন, ছাত্রমৈত্রীর সহ-সভাপতি সুজন আহমেদ প্রমুখ।
বিএন/রাহাত