আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষে বরিশালে বর্ণাঢ্য র্যালি করেছে মেট্রোপলিটন পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টার ।
ভিকটিম সাপোর্ট সেন্টারের নারী পুলিশ সদস্যদের উদ্যোগে ভিক্টিম সাপোর্ট সেন্টার থেকে বৃহস্পতিবার বেলা ১১ টায় র্যালি অনুষ্ঠিত হয়। র্যালি শেষে ভিক্টিম সাপোর্ট সেন্টার চত্বরে ‘সময় এখন নারীর : উন্নয়নে তারা বদলে যাচ্ছে গ্রাম শহরের কর্মজীবনধারা’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ভিকটিম সাপোর্ট সেন্টারের সহকারী কমিশনার শাহনাজ পারভিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার এসএম রুহুল আমীন।
পুলিশ কমিশনার বলেছেন, ধর্ষিত হলে আত্বহননের পথ সমাধান নয়, নিজেকে নতুন করে গড়ে তুলে ঘুড়ে দাড়ানোই হচ্ছে সমাধান। আর সেখান থেকে সমাজের অপরাধীদের বিরুদ্ধে প্রতিবাদের মাধ্যমে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান তিনি।
কোতয়ালী মডেল থানা ক্যাস্পাসে ভিকটিম সাপোর্ট সেন্টারের আয়োজনে অনুষ্ঠিত নারী দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
সিনিয়র সহকারী পুলিশ কমিশনার(এসি) শাহনাজ বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ রউফ খাঁন,উপ-পুলিশ কমিশনার (উত্তর) হাবিবুর রহমান খাঁন,উপ-পুলিশ কমিশনার (সদর) কামরুল আমিন,সহকারী পুলিশ কমিশনার(এসি) ডিবি রুনা লায়লা,নগর পুলিশ বিশেষ শাখার সহকারী পুলিশ কমিশনার(এসি) জাহাঙ্গির মল্লিক।
বরিশাল নিউজ/এমএম হাসান