আরব সামিটের খবর সংগ্রহের জন্য ছয়শ জন সাংবাদিক থাকছেন। তাদের মধ্যে অন্তত চারশ ২৩ জন সাংবাদিক বাইরের দেশের বলেছেন সৌদি আরবের তথ্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আওয়াদ আল আওয়াদ।
রবিবার থেকে ২৯ তম আরব সামিট শুরু হচ্ছে। বিদেশি সাংবাদিকদের যেন কোনো রকম অসুবিধা না হয়, সেটা দেখভালের জন্য সৌদি আরবের ২৫ জন তরুণ সার্বক্ষণিকভাবে নিয়োজিত থাকছেন।
এখন পর্যন্ত চারশ ৫০টি গণমাধ্যমের কর্মী আরব সামিট কাভার করার জন্য অনুমোদন নিয়েছেন। আরব সামিট আয়োজনের ভেন্যু ইতোমধ্যেই পরিদর্শন করেছেন মন্ত্রী।
বরিশাল নিউজ ডেস্ক