January 7, 2023

আম্পায়ারকে চার্জ করলেন সাকিব

বিপিএলে শনিবার দিনের দ্বিতীয় ম্যাচে আম্পায়ার মাহফুজুর রহমান লিটুর ভুলে ক্ষুব্ধ হলেন সাকিব। এতে আম্পায়ারকে চার্জ করেন তিনি।

 ফরচুন বরিশালের সাকিবের বিপক্ষে সিলেট স্ট্রাইকার্সের পেসার রেজাউর রহরমান রাজার বল মাথার প্রায় ২ ফুট ওপর দিয়ে গেলেও আম্পায়ার মাহফুজুর রহমান লিটু ওয়াইড দেননি।

আম্পায়ার লিটুর কাছে গিয়ে সাকিব জানতে চান, এটা কি ওয়াইড ছিল না? তার আচরণে অনেকে ভেবেছিলেন, আবার কোনো অঘটন ঘটে কিনা!

বিপিএলের গত আসরে বিতর্কিত আম্পায়ারিংয়ের কারণে মেজাজ হারিয়ে স্টাম্পে লাথি মেরে বিতর্কে জড়ান সাকিব।

বিপিএলের চলতি আসরে একে তো ‘ডিআরএস’ নেই। তার সঙ্গে যোগ হয়েছে আম্পায়ারদের ভুল সিদ্ধান্ত।

বরিশাল নিউজ/ ডেস্ক রিপোর্ট