
জাতীয় বাজেটে আদিবাসীদের জন্য বরাদ্দের দাবিতে রাজশাহীতে মানববন্ধন
আরো বক্তব্য রাখেন- সুভাষ চন্দ্র হেমব্রম- দপ্তর সম্পাদক, জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটি, সাবিত্রী হেমব্রম- এইচ আর ডি রাজশাহী, পলাশ পাহান এইচ আর ডি রাজশাহী, আন্দ্রিয়াস বিশ্বাস-ফেলো-আই ই ডি রাজশাহী। বক্তারা পিছিয়ে পড়া আদিবাসী জনগোষ্ঠীকে উন্নয়নের স্রোত ধারায় আনতে হলে জাতীয় বাজেটে বরাদ্দের বিকল্প নাই। আদিবাসীদের জন্য শিক্ষা, সাংস্কৃতি , কর্মসংস্থান ও সামাজিক উন্নয়ন খাতে বরাদ্দ দেওয়ার দাবি জানান।
বরিশাল নিউজ/প্রেস বিজ্ঞপ্তি