জমি নিয়ে বিরোধে বরিশালের উজিরপুরে অভিমান করে আত্মহত্যার চেষ্টা করেছে বাবা ও ছেলে। এ ঘটনায় বাবা বিমল দাস (৭০) প্রাণে বেঁচে গেলেও মারা গেছেন ছেলে বিপ্লব দাস (৩৫)।
উজিরপুর পৌর এলাকার ৬ নং ওয়ার্ডের সিকদার পাড়ায় বুধবার দুপুর এ ঘটনা ঘেটে।
স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, বেলা ১২টার দিকে বাড়ির পাশের পলুরঘাট নামক এলাকার একটি বাগানে গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে বিপ্লব দাস। বিষয়টি আশপাশের লোকজন বুঝতে পেড়ে তারা বিপ্লবকে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রায় একই সময়ে বাবা বিমল দাস বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন। তাকেও উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে তার অবস্থা আশঙ্কাজনক হওয়া উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়।
উজিরপুর থানার ওসি গোলাম সরোয়ার জানান, আত্মীয়-স্বজনদের সঙ্গে সম্পত্তি নিয়ে বিরোধ চলছিলো বিপ্লব দাসের।
বরিশাল নিউজ/রহিম