আজ রক্তস্নাত ভাষা আন্দোলনের স্মৃতিবহ দিন । মহান শহীদ দিবস্ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
মাতৃভাষার মর্যাদা রক্ষার সংগ্রামে বায়ান্নর রক্তঝরা এ দিনটি মূলত বাঙালির স্বাধিকারের চেতনায় জেগে উঠবারও দিন। দেশের মানুষ একটি দণ্ডে একাত্ম হয়েছিল সালাম, জব্বার, বরকত, রফিক উদ্দিন, শফিউরের রক্তে সিক্ত অনন্য শোক আর গৌরবের এই দিনে।
একুশের আত্মত্যাগের মধ্য দিয়ে এদেশের মানুষের মনে স্বাধীনতা সংগ্রামের প্রথম বীজ বোনা হয়েছিল। একুশের অনন্য সাহসই প্রতিটি আন্দোলনে বাঙালিকে দুর্জয় শক্তি জুগিয়েছিল।
একুশের চেতনা আমাদের আত্মমর্যাদাশীল করেছে। একুশ মানে মাথানত না করা, একুশ মানে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, যাবতীয় গোঁড়ামি আর সংকীর্ণতার বিরুদ্ধে শুভবোধের অঙ্গীকার।