
বিভাগীয় সমাবেশ নিয়ে বিএনপি দলীয় অফিসে সভা-বরিশাল নিউজ
বরিশাল বিএনপিকে বিভাগীয় সমাবেশ করার অনুমতি দিয়েছে মেট্রোপলিটন পুলিশ। তবে ফজলুল হক এভিনিউতে নয়, জিলা স্কুল মাঠেও নয়। বিএনপিকে সমাবেশ করতে হবে হেজমায়েত উদ্দিন ঈদগাহে। মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে মোবাইল বার্তায় সমাবেশের এই খবর জানান।
এই ব্যাপারে বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন বলেছেন, যে কোন মূল্যে সমাবেশ করার ঘোষণা ছিল তাদের। শেষ পর্যন্ত অনুমতি পাওয়ায় রাত সাড়ে ১১টার দিকে সিদ্ধান্ত চূড়ান্ত হয়। এর পরপরই তারা সমাবেশ স্থল প্রস্তুত করতে মাঠে যান। তিনি বলেন তারা সবাই এখন মাঠে রয়েছেন।
বরিশাল নিউজ/এমএম হাসান