স্বাধীনতার মাসকে স্মরণীয় করে রাখতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে মাস জুড়ে নানান কর্মসূচির আয়োজন করা হয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মদিন এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে ১৭ মার্চ সকাল সাড়ে নয়টায় বরিশাল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, সকাল ১০ টায় শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা ,সকাল ১১ টায় বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণের আর্ন্তজাতিক স্বীকৃতি উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা , বিকাল সাড়ে ৫টায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ক্যাম্পাসে আলোকসজ্জ্বা।
আর্ন্তজাতিক গণহত্যা দিবস উপলক্ষে ২৫ মার্চ বিকাল সাড়ে ৩টায় আলোচনা সভা, সন্ধ্যা সোয়া ছয়টায় কালরাত্রি স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রদীপ প্রজ্জ্বলন।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে সকাল সাড়ে সয়টায় স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ,বিকাল ৪ টায় গার্ডেন পার্টি ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, ২২টি বিভাগের বিভাগীয় প্রধান, ৩টি হলের প্রভোস্ট এবং পরিচালকদের সাথে ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত এক সভায় এই কর্মসূচি নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ড. ইমামুল হক।
বরিশাল নিউজ/প্রেসরিলিজ